রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউ নিয়নের গঙ্গানন্দপুর গ্রামে পদ্মা নদীতে গোসলে নেমে প্রাণ হারিয়েছে আরও এক কিশোরী। তার নাম অঞ্জনা খাতুন (১৩)। সে ঢাকার সাভার এলাকার উজ্জল শেখের মেয়ে। গঙ্গানন্দপুর গ্রামে তার মামা বাড়িতে বেড়াতে এসেছিল সে। বুধবার সন্ধ্যার দিকে কালুখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।
রতনদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফ জানান, অঞ্জনা দুদিন আগে পশ্চিম হারোয়া গ্রামে তার মামা বাড়ি বেড়াতে আসে। বুধবার বিকেলের দিকে তার স্থানীয় দুই বান্ধবীর সাথে পদ্মা নদীর হিরু মোল্যার ঘাট নামক এলাকায় গোসল করতে যায়। নদীতে প্রচন্ড স্রোত থাকায় তিনজনকেই ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। দুজন কোনমতে ফিরে আসলেও ফিরতে পারেনি অঞ্জনা। স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে।
কালুখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বাকীবিল্লাহ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে কিশোরীকে পদ্মা নদী থেকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari