বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় শামলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ঘাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় (২-১) জয়লাভ করেছে। এছাড়া আলহাজ্ব আফসার উদ্দীন সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এয়াকুব হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় (০-১) জয়লাভ করেছে।
এ উপলক্ষে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মিজানুর রহমান,সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী বিশ্বাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম বুলু,দামুকদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ খেলার উদ্বোধন ঘোষনা করেন।বিকেলে পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী বিশ্বাস, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, মুক্তিযোদ্ধা আকামত আলী প্রমুখ বক্তব্য রাখেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari