গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী থেকে পুলিশ এক গৃহবধূকে (২৬) উদ্ধার করেছে। মঙ্গলবার বিকেলে উদ্ধারের পর গৃহবধূকে তার স্বামীর কাছে তুলে দেওয়া হয়।
উদ্ধার হওয়া গৃহবধূর স্বামী মুঠোফোনে জানান, গত ৬ জুলাই স্ত্রীর সাথে আমার ঝগড়া হয়। এরপর সে বাড়ি হতে বের হয়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। অজ্ঞান পার্টির লোকজন তাকে মাহেন্দ্রযোগে দৌলতদিয়া পুড়াভিটায় নিয়ে যায়। এরপর সেখান থেকে সে আলেয়া বাড়িয়ালীর হাতে গিয়ে পড়ে।
৯ তারিখ এক ব্যাক্তির মোবাইল ফোন হতে আমার স্ত্রী আমাকে ফোন করে। কিন্তু সঠিকভাবে সে তার অবস্থান বলতে পারে না। পরে ওই ব্যাক্তির সাথে কথা বলে আমি জানতে পারি আমার স্ত্রী দৌলতদিয়া যৌনপল্লীর আলেয়া বাড়ীয়ালীর বাড়িতে আছে। আমি সেখানে গিয়ে আমার স্ত্রীর সাথে দেখা করি এবং তাকে উদ্ধারের জন্য পুলিশ বক্সে গিয়ে সহযোগিতা চাই। সেখান থেকে থানার ওসি বরাবর আবেদন করতে বলা হয়। সে অনুযায়ী আবেদন করলে ওইদিনই বিকেল ৪ টার দিকে পুলিশের একটি দল এসে আলেয়ার বাড়ি হতে আমার স্ত্রীকে উদ্ধার করে। আমার স্ত্রী পরে পুরো ঘটনার জন্য অনুতপ্ত হয়। আমি আমার স্ত্রীকে ফিরে পাওয়ায় রাজবাড়ীর পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে আলেয়া বাড়িয়ালীর সাথে কথা হলে তিনি দাবি করেন, মেয়েটি আমার কাছে আশ্রয় চাইলে আমি তাকে আমার কাছে রাখি। তাকে দিয়ে কোন খারাপ কাজ করাই নি। মঙ্গলবার বিকেলে পুলিশ এবং তার স্বামী আমার বাড়িতে আসলে আমি মেয়েটিকে তাদের হাতে তুলে দেই।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari