রাজবাড়ী জেলার গোয়ালন্দে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি যোগদান করেছেন। গত রবিবার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি । তিনি ঢাকা মোহাম্মদ পুর এলাকার স্থায়ী বাসিন্দা। ৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে ২০১৪ সালে স্বাস্থ্য সেবায় নিয়েজিত হন তিনি। এর আগে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি সকলের সহযোগিতায় এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নসহ সকল বিষয়ে কাজ করবেন বলে জানান এই কর্মকর্তা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari