রাজবাড়ীর গোয়ালন্দে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথিকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। রবিবার বেলা ১২ টায় বাংলাদেশ হেল্থ এ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ও সিএসসিপি সমন্বয় কমিটি গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।
বাংলাদেশ হেল্থ এ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মোছা: হাফেজা সুলতানা'র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ইনস্পেক্টর ইনচার্জ সাহেদা বেগম, বাংলাদেশ হেল্থ এ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েন কেন্দ্রীয় সংসদের আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম চানমিয়া, সিএসসিপি সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, সিএসসিপি মো. এনামুল হক প্রমুখসহ অন্যান্য কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ।
ডা. শারমিন আহমেদ তিথি ৭ জুলাই রবিবার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হিসাবে যোগদান করেন। এর আগে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হিসাবে কর্মরত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari