রাজবাড়ীর গোয়ালন্দে অটোরিকশা চাপায় নুসরাত জাহান (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার পূর্ব উজানচর ভোলাই মাতুব্বর পাড়ার বাচ্চু মোল্লার মেয়ে। শনিবার বিকেল ৪ টার দিকে বাড়ীর পাশে একটি ছোট বাজার থেকে বিস্কুট কিনে পুনরায় বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোরিকশার নিচে পড়ে যায় শিশুটি। এ সময় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ বলেন, অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari