রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে এক জেলের জালে ১৯ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি সিলভার কার্প মাছ ধরা পড়েছে। শনিবার দুপুরে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে নিলামের মাধ্যমে সিলভার কার্প মাছটি ১৪ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়।
স্থানীয় জেলে মানিক হালদার জানান, শনিবার সকালে গোয়ালন্দের ৬ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জাল ফেলে বসে থাকি। বেশ কয়েকঘন্টা অপেক্ষার পর জালে প্রচন্ড ঝাঁকি দিলে বুঝতে পারি, বড় কিছু আটকা পড়েছে। পরে জাল নৌকায় তুলে দেখি, বড় একটি সিলভার কার্প মাছ। পরে বিক্রির জন্য দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটে মাছ নিয়ে আসলে নিলামে ওঠানোর পর সর্বোচ্চ দরদাতা হিসেবে একতা মৎস আড়তের মাছ ব্যবসায়ী রেজাউল ইসলাম ৭৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। এসময় উৎসুক জনতা মাছটি দেখার জন্য ভিড় জমান এবং অনেকেই বলেন, এত বড় ধরনের সিলভার কার্প মাছ জীবনে প্রথম দেখলাম।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari