গোয়ালন্দ পৌরসভা ৯ নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি, রাস্তাঘাট মেরামত, ড্রেনেজ ব্যবস্থাসহ উন্নয়নমূলক কাজ ও ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানে নগর দরিদ্র জনগোষ্ঠির প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৫টায় পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলরের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, কাজের চাহিদা ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় পৌর ৯ ওয়ার্ড কাউন্সিলর ও কমিটির সভাপতি নাসির উদ্দিন রনি'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী (সিভিল) রেহানা পারভীন, নাগরিক সমাজের প্রতিনিধি ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এনায়েত হোসেন জাকির, নগর দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন মোল্লা, রেজাউল করিম লাল, ছিদ্দিক সরদার, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি মো. আবজাল হোসেন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari