গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ডাকাতি হওয়া ৩ লাখ ৬৮ হাজার টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করেছে। এসময় তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। তারা হলো আনোয়ার দেওয়ান (৪২) পিতা মোহাম্মদ দেওয়ান সাং কুন্ডেরচর থানা জাজিরা জেলা শরীয়তপুর, কামাল খাঁ (৪২) পিতা মৃত মোতালেব খাঁ, বালিরচর (বলাইচর) ইউপি কালকেপুর থানা মাদারীপুর সদর জেলা মাদারীপুর, মঞ্জু মৃধা ওরফে মন্টু মৃধা (৪৫) পিতা আবুল কাশেম সাং জামাল মাদবর কান্দি(ওয়ার্ড নং-০৬) থানা জাজিরা জেলা শরীয়তপুর, হাত কাটা ছাব্বির ওরফে স্বপন (৫২) পিতা মৃত মোসলেম পেদা মাতা নিলুফা বেগম সাং মোনার দেউল (সোনার দৌড়) ৯নং ওয়ার্ড জাজিরা জেলা শরীয়তপুর এবং বিশ্বনাথ সরকার (৫৩) পিতা মৃত মঙ্গল চন্দ্র সরকার সাং-গুইতা কৃষ্ণনগর থানা কেরানীগঞ্জ জেলা ঢাকা।
গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গোয়ালন্দঘাট থানার চর দৌলতদিয়া রোকন মোল্লার পাড়ার হাসান মোল্লার একতলা বিশিষ্ট বিল্ডিং ঘরে ডাকাতির ঘটনা ঘটে। তাদের দেওয়া তথ্য মতে গোয়ালন্দঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি বাজার এইচএম আলম টাওয়ারের নিচ তলায় নুপুর স্বর্ণবিতান নামক দোকান থেকে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল নগদ ৬৮,০০০/-টাকা ও স্বর্ণাংলকার ১ ভরি ৫ আনা এবং ডিএমপি কোতয়ালী থানাধীন তাঁতি বাজার হুমায়রা মঞ্জিল ২৭ নং রাখাল চন্দ্র বসাক লেন মেসার্স হাবিবুর রহমান বুলিয়ান স্টোর হইতে নগদ ৩,০০,০০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari