রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে ডুবে তুহিন প্রামাণিক (৫) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে পড়ে ডুবে যায় শিশুটি। নিখোঁজ তুহিন প্রামাণিক ওই এলাকার আমিরুল প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে শিশুটির মা তাকে গোসল করিয়ে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে কাপড় পরিষ্কার করছিলেন। হঠাৎ শিশুটি খেলতে খেলতে নদীতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari