রাজবাড়ীর কালুখালীতে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালুখালী স্টেশনের পশ্চিম প্রান্তে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচয়হীন এক মানসিক প্রতিবন্ধী ওই যুবক রেললাইনে ঘোরাফেরা করছিলো। এসময় রাজশাহী থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তারা তাকে হাসপাতালে নিয়ে যান।
কালুখালী স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মেহেদী হাসান জানান, ট্রেনের ধাক্কায় আহত প্রতিবন্ধী ব্যক্তিকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়। রাতেই সে মারা যায়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০। কেউ তাকে সনাক্ত করতে পারলে (মোবাঃ ০১৩২০-১০১৪৭৩ তে) তিনি যোগাযোগ করতে বলেছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari