বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা পর্যায়ে শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪ এর সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ১৩ জুন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির সভাপতি আবু কায়সার খান। এসময় জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসীম পাল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গণজাগরণের গান, লোক সংগীত, রবীন্দ্র ও নজরুল সংগীত, চিত্রাঙ্কন, সাধারণ নৃত্য, লোক নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, আবৃত্তি, একক অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গোয়ালন্দের সজিব শাহারিয়ার গণজাগরণের গানে প্রথম স্থান এবং লোকসংগীতে দ্বিতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এদিন গোয়ালন্দের নৃত্য শিল্পী সুজন নৃত্যতে তৃতীয় এবং লুবনা রবীন্দ্র সংগীতে দ্বিতীয় স্থান অধিকার করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari