রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে তিনজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী আদুরী পিতা ইউনুছ আলী সাং দেসুন্দকাঠি থানা বেতাগী জেলা বরগুনাকে গ্রেফতার করেন।
অপরদিকে ১০ বছরের জিআর সাজা পরোয়ানা ভুক্ত ০১ জন আসামী গ্রেফতার নাজির শেখ গ্রেফতার হয়েছে। তার পিতার নাম মৃত আকবর শেখ। ঠিকানা সাং-উজানচর ইবাদ আলী মিস্ত্রী পাড়া থানা গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ী।
অপর একটি অভিযানে ২ বছরের সিআর সাজা পরোয়ানা ভুক্ত আসামী আলমগীর হোসেন ওরফে উজ্জলকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি গোয়ালন্দঘাট শহিদ মিনার চত্ত্বর এলাকায়। তার পিতার নাম মো. আনোয়ার হোসেন। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari