রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন হৃদয় শেখ (২২) নামে এক যুবক।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে কালুখালীর রতনদিয়া আড়পাড়ার রফিক শেখের ছেলে।
ফেসবুক পোস্টে ওই যুবক লিখেছেন, ‘আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে, সেটা যতবারই মনে পড়ে না কেন ততবারই মেরে ফেলে। এত সুন্দর জীবন মানুষের হয়, আর জীবন দুঃখে ভরা। ভালো থাকুক এই ত্রিভূবনের মানুষগুলো। সত্যি বলতে মানুষ কখনোই কিছু ভুলতে পারে না। সেটা তাকে মনে করতেই হবে। এই দুনিয়ার মানুষগুলো বড়ই স্বার্থপর। ছেড়ে দিতে হচ্ছে সব মায়া ত্যাগ করে। চলে যাওয়ার পেছনে কেউ নেই। নিজের ইচ্ছাতেই ছেড়ে দিলাম এই দুনিয়া। ভালো থাকুক সবাই।’
কালুখালী থানার পুলিশ জানায়, ওই যুবক রোববার দিবাগত রাতে পরিবারের সবার অজান্তে ওড়না দিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। হৃদয় ২টি বিয়ে করলেও তাদের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে বলেও জেনেছেন। এব্যাপারে মামলা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari