রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকল আরোহী গোয়ালন্দ উপজেলা সহকারী দারিদ্র বিমোচন কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মজিবুর রহমান (৫২)। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার তেঘুড়ী গ্রামের মৃত মোজামম্মেল হকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে উপজেলা সহকারী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মজিবুর রহমান অফিসের কাজের জন্য মোটরসাইকেলে করে উপজেলা থেকে মহাসড়ক দিয়ে গোয়ালন্দ বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দিলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমম্পেøক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari