রাজবাড়ীর কালুখালীতে সানজিদা (২৫) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে কালুখালী উপজেলার গংগানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে কুষ্টিয়ার খাজানগরের বাবলু গাজীর মেয়ে। কালুখালী থানা পুলিশ নিহত সানজিদার লাশ উদ্ধার করেছে।
নিহত সানজিদার বড় বোন বিউটি খাতুন জানান, ৭ বছর আগে প্রেমের সম্পর্ক করে সানজিদার সাথে ও কালুখালীর গংগানন্দপুর গ্রামের শফি শেখের পুত্র রাশেদের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। এরপর রাশেদ প্রায়ই সানজিদাকে যৌতুকের জন্য নির্যাতন করতো। নির্যাতনের কারনে তারা কয়েক দফায় আড়াই লক্ষ টাকা, স্বর্ণালংকার, খাট ও টেলিভিশন দিয়েছে। মঙ্গলবার বিকেলে রাশেদ ও তার পরিবারের লোকেরা তার বোনকে নির্যাতনের পর হত্যা করে। পরে লাশটি ঘরের আড়ায় ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার চালায়। এঘটনার পরই ঘাতক রাশেদ পালিয়ে যায়।
রাশেদের মাতা রাশিদা বেগম জানান, তার ছেলে রাশেদ গোপনে আরো একটি বিয়ে করেছে। রাশেদ সেই স্ত্রীর কাছে আছে।
রাশেদের পিতা শফি জানান, রাশেদ আমার কথা শোনে না। আমি তার দায় দিতে পারেবো না। তার শাস্তি হওয়া দরকার।
কালুখালী থানার ওসি আলমগীর হোসাইন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari