গোয়ালন্দে উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে মোস্তফা মুন্সী ও ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান চৌধুরী পুনরায় বিজয়ী হয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী আফরোজা রব্বানী।
গোয়ালন্দ উপজেলায় মোস্তফা মুন্সী পেয়েছেন ২৯ হাজার ৭৪৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বি শহিদুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ৬১৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী আসাদুজ্জামান আসাদ পেয়েছেন ২০ হাজার ৫৯ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বি আব্দুল বাতেন পেয়েছেন ১০ হাজার ৫২৩ ভোট। অপর প্রার্থী হুমায়ুন কবীর পলাশ পেয়েছেন ৮ হাজার ৪২৩ ভোট।
নারী ভাইস চেয়ারম্যান পদে আফরোজা রব্বানী ১৫ হাজার ৮৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছালেহা আক্তার বুলবুলি পেয়েছেন ১৪ হাজার ৬২১ ভোট। অপর প্রার্থী নার্গিস পারভীন ৮ হাজার ৩০৪ ভোট পেয়েছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari