গোয়ালন্দ কেন্দ্রীয় মহাশশ্মানের প্রবেশ পথের প্রধান ফটক এবং মৃত ব্যক্তির স্নান করার স্থানে বেদী তৈরির ভিত্তি প্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় মহাশশ্মানে স্বপ্তবর্ণা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রনজিৎ কুমার (টিটু)-এর সার্বিক সহযোগিতায় গোয়ালন্দ কেন্দ্রীয় মহাশশ্মানের প্রধান ফটক তৈরি ও মৃত ব্যক্তির মহদেহ স্নান কার্যের সুবিধার্থে একটি স্নানঘর স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন সপ্তবর্ণা ফিলিং স্টেশনের মালিক রনজিৎ কুমার (টিটু), গোয়ালন্দ কেন্দ্রীয় মহাশশ্মান পরিচালনা কমিটির উপদেষ্টা নিরঞ্জন কুমার আগরওয়ালা, সভাপতি শংকর কুমার দাস, সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ পৌর সভার সাবেক কাউন্সিলর কোমল কুমার সাহাসহ অন্যান্য সদস্যবৃন্দ। মহাশশ্মান পরিচালনা কমিটির সভাপতি নিরঞ্জন কুমার আগরওয়ালা বলেন, শশ্মানটি বেশ কয়েক বছর হলো প্রতিষ্ঠার পর থেকেই শশ্মানে প্রবেশ পথের প্রধান ফটক নেই এবং মৃতদেহ স্নান করার জায়গা না থাকায় অসুবিধায় পরতে হতো।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari