রাজবাড়ীর গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাটির গোয়ালন্দ শাখা অফিস কার্যালয়ে পিএমকে হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার হতে আগত চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. মনিরুজ্জামান, গাইনী বিশেষজ্ঞ ডা. আদিবা বিনতে হায়দার, মেডিসিন বিশেষজ্ঞ ডা. লিমন খান উপস্থিত থেকে দিনব্যাপী ৭ শতাধিক গরিব ও অসহায় রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)'র কর্মসূচীর ফরিদপুর জোনের সহকারী পরিচালক মো. লুৎফুর রহমান মজুমদার, স্বাস্থ্যসেবা প্রকল্পের ইনচার্জ মো. মনিরুজ্জামান সৌরভ, রাজবাড়ী এরিয়ার সহকারী কর্মসূচী ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, গোয়ালন্দ শাখার ব্যবস্থাপক মো. রিয়াজ হোসেন মোল্লা, ফরিদপুর জোনের আইসিটি অফিসার শুভ সাহা, রিজিওনাল একাউন্টস অফিসার মো. রাকিব হাসান প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari