রাজবাড়ীর গোয়ালন্দে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা মুন্সি উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা করেছেন। বুধবার বেলা ১২ টায় তার নিজ প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি আগামি ২১ মে অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও ভোটার উপস্থিতি বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, আমার প্রত্যাশা গোয়ালন্দের নির্বাচনে অন্তত ৬৫/৭০ শতাংশ ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করবেন। সেইসাথে বিগত সাড়ে ৩ বছরের মেয়াদকালের কর্মকান্ড মূল্যায়ন করে উপজেলাবাসী তাকে আনারস প্রতীকে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত করবেন। এ সময় তিনি নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে নদী ভাঙ্গন প্রতিরোধ, বেকারত্ব দূরিকরণ, শিক্ষা,স্বাস্থ্যসহ সকল সেক্টরে প্রয়োজনীয় উন্নয়ন ও আধুনিক গোয়ালন্দ বিনির্মানের অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মো: আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো: শামীম শেখ, প্রেসক্লাবের সাবেক সভাপতি গণেশ পাল, রাশেদুল হক রায়হান প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari