"স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুণে"- প্রতিপাদ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রূমে এ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন, উপজেলা শিক্ষা অফিসার মো. কবির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার উম্মে তানিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. নূর-ই-সজল, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেনৃধাসহ বিভিন্ন এনজিও কর্মী, হাসপাতাল স্টাফ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদকর্মী প্রমূখ।
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উদ্বোধন ঘোষণায় উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, প্রত্যেক মানুষের উচিৎ পুষ্টিযুক্ত খাবার খাওয়া। প্রতিদিন খাবারের তালিকায় পুষ্টিযুক্ত খাবার থাকলে সবসময় সুস্থ থাকা সম্ভব। সুস্থ্য থাকতে হলে পুষ্টিযুক্ত খাবারের প্রতি সচেতনতা বাড়াতে হাসপাতালে আগত রোগীদের পরামর্শ দিতে চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান তিনি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari