চেয়ারম্যান পদে কালুখালী উপজেলায় আলিউজ্জামান চৌধুরী টিটো (আনারস) ৩৮ হাজার ৫৭৮ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এনায়েত হোসেন ( মোটরসাইকেল) পেয়েছেন ২ হাজার ৯০০ ভোট। অপর দুই প্রার্থী মাসুদুর রহমান ( দেয়াতকলম) পেয়েছেন ২৩৭ ভোট এবং এবিএম রোকনুজ্জামান (কাপ পিরিচ) পেয়েছেন ৩৪১ ভোট।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী মাহমুদুল হক সুমন। তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৯৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবয়েলের রিপন শেখ পেয়েছেন ১২ হাজার ৪৫৪ভোট। মাইক প্রতীক নিয়ে ফজলুল হক পেয়েছেন ২ হাজার ৭৩২ ভোট এবং টিয়া পাখির রেজাউল করিম পেয়েছেন ৫ হাজার ৫৫২ ভোট।
নারী ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হাঁস প্রতীকের শারমীণ আক্তার টুকটুকি। পেয়েছেন ১৯ হাজার ৬৬৯ ভোট। তার তনিকটতম প্রতিদ্বন্দ্বি কলস প্রতীকের শিল্পী আক্তার পেয়েছেন ১১ হাজার ৪৮৬ ভোট। বর্তমান নারী ভাইস চেয়ারম্যান ডলি পারভীন এবার হেরে গেছেন। ভোটের হিসাবে তিনি তৃতীয় হয়েছেন। ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৩২৮ ভোট।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari