সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে সোমবার বিকেলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল পাঁচটায় রাজবাড়ী প্রধান সড়কের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা, আব্দুস সাত্তার মন্ডল, ধীরেন্দ্র নাথ দাস, আব্দুল কাদের মন্ডল, ইউনাইটেড কমিউনিস্ট লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি সুশান্ত রায়, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। বক্তারা ভোজ্য তেলের দামসহ নিত্যড় প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানান। অনুষ্ঠাান পরিচালনা করেন আব্দুল হালিম বাবু।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari