দেশের তীব্র তাপদাহ থেকে স্বস্তিতে নেই কেউ। বাইরে বের হওয়াই মুশকিল হয়ে পরেছে খেটে খাওয়া মানুষদের। এমন পরিস্থিতিতে আজও গোয়ালন্দের তাপমাত্রা ৪২ ডিগ্রী সেলসিয়াস। এমন গরমে পেটের তাগিদে আন্তর্জাতিক শ্রমিক ও মে দিবস উপেলক্ষ্যে যেসকল রিক্সা, ভ্যান, অটো ও মাহেন্দ্র চালক বের হয়েছেন তাদের ক্লান্তি দূর করতে উদ্যোগ নিয়েছেন গোয়ালন্দ পৌর সভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল।
এমন মহতী কাজে এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, পৌর কাউন্সিলর কার্তিক ঘোষ প্রমুখ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্যরা চলাচলররত বিভিন্ন যানবাহনের চালকদের হাতে গামছা, সুপেয় পানি এবং স্যালাইন বিতরণ করছেন।
এবিষয়ে গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, দেশের যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে সাধারণ জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকার চেষ্টা করবো। তিনি আরও বলেন, বেশ কয়েকদিন প্রচন্ড গরম পরছে। গরমে খেটে খাওয়া মানুষদের ঘাম মুছতে গামছা ও ক্লান্তি দূর করতে পানি ও স্যালাইন বিতরণ করা হয়। আমার এমন উদ্যোগ চলমান থাকবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন পৌরসভার পক্ষ হতে পৌর এলাকার রাস্তার তাপমাত্রা কমাতে পানি ঢেলে শীতল করার চেষ্টা চলছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এমন কাজও চলমান থাকবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari