গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বিশুদ্ধ পানি পানের লক্ষে নলকূপ স্থাপন করেছে শেখ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সকালে হাসপাতালের প্রধান ফটকে একটি নলকূপ স্থাপন করে সংগঠনটি।
শেখ ফাউন্ডেশনের সভাপতি আ. বারেক শেখ ফারুক নিজে উপস্থিত থেকে নলকূপ স্থাপন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, স্বাস্থ্য সহকারি ও বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম চানমিয়া প্রমুখ। উপস্থিত রোগীরা জানান, হাসপাতালের বাইরে অনেকদিন নলকূপ ছিলো না। পানির জন্য আমাদের অনেক কষ্ট করতে হতো। এখন নলকূপ স্থাপন করায় আমরা পানি ব্যবহার করতে পারবো। শেখ ফাউন্ডেশনের সভাপতি আ. বারেক শেখ ফারুক জানান, আমাদের সংগঠনটি একটি মানবিক ও অরাজনৈতিক সংগঠন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari