বিশ্বে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বেড়েছে বৈষ্ণয়ীক উষ্ণতা, প্রকৃতি তার বিরূপ চেহারা প্রদর্শন করছে। ফলে জলবায়ুতে দেখা যাচ্ছে বিরূপ প্রতিক্রিয়া, জলবায়ুর এ বিরূপ চেহারা চোখ রাঙ্গাচ্ছে সারা পৃথিবীকে। বাংলাদেশেও চলছে তীব্র তাপদাহ। প্রকৃতির এই বিরূপ আচরণের হাত থেকে রক্ষা পেতে সারাদেশে চলছে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। এরই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলার সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ও দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে।
বাংলাদেশ মুস্তাকিন কমিটির আমির পীর সাহেব (শায়েখ) ভান্ডারিয়া দরবার (ছিলছিলায়ে ফুরফুরা শরীফ) অধ্যক্ষ ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মাওলানা আবুল এরশাদ সিরাজুম্মুনির পরিচালনায় এই নামাজ ও দোয়া করা হয়। এ সময় তিনি সবাইকে দু হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেন এবং আল্লাহতায়ালা যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন এবং এই প্রখর রোদ থেকে আমাদের সবাইকে রক্ষা করেন এবং বৃষ্টি দিয়ে এই পৃথিবী ঠান্ডা করে। সেইসাথে ফসলের ভালো ফলন হয়। আমাদের রিজিকের ব্যবস্থা সহজ হয়। নামাজে এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলাম, দৌলতদিয়া সাইনবোর্ড জামে মসজিদের ইমাম মাওলানা কামরুজ্জামানসহ মুসুল্লিগণ ও এলাকাবাসী।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari