রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় সাওরাইল এলাকা থেকে বৃহস্পতিবার রাতে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কালুখালী থানার পুলিশ। তারা হলো একই গ্রামের নজরুল বিশ^াসের ছেলে নাজমুল বিশ্বাস ওরফে বাপ্পী এবং মৃত মাজে; মন্ডলের ছেলে মনিরুল ইসলাম মনির (৪২)।
কালুখালী থানার ওসি আলমগীর হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খব পেয়ে অভিযান চালিয়ে কালুখালী থানাধীন সাওরাইল ইউনিয়নের বড় সাওরাইল গ্রামের তোফাজ্জল মন্ডল এর বসতবাড়ীর সামনে থেকে সন্ত্রাসীমূলক কর্মকান্ড সংঘটনের উদ্দেশ্যে অবস্থানরত নাজমুল বিশ্বাস ওরফে বাপ্পী ও মনিরুল ইসলাম মনিরকে গ্রেফতার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর তাদের দেখানোমতে জনৈক তোফাজ্জল মন্ডল এর বসতবাড়ীর দক্ষিনে খড় রাখার একচালা ছাপড়া ঘরের খড়ের ভিতরে লুকায়িত অবস্থায় একটি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত দেশীয় সক্রিয় ওয়ান শুটার গান, এবং দুইটি স্টিলের তাজা কাতুর্জ উদ্ধার করা হয়।
এব্যাপারে মামলা হয়েছে। আসামিদের শুক্রবার আদালতে চালান করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari