রাজবাড়ীর কালুখালী উপজেলায় ইলেক্ট্রনিক ডাটা ট্রাকিং সহ জরায়ুর মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচী চালু হয়েছে।
রবিবার সকাল থেকে কালুখালীর হরিনবাড়ীয়া কমিউনিটি ক্লিনিক, কৃষ্ণনগর কমিউনিটি ক্লিনিক, মহেন্দ্রপুর কমিউনিটি ক্লিনিক ও রুপসা কমিউনিটি ক্লিনিকে ৫ দিনের এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. ইসরাত জাহান উম্মন, গাইনী বিশেষজ্ঞ ডা. নাহিদা ইয়াসমিন, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের এসএসএন মৌসুমী আক্তার, শারমিন আক্তার, তানভীন সুইটি, ছাবিনা ইয়াসমিন, সোনিয়া ইয়াসমিন, এমওডিসি ডা. মো: শাখাওয়াত হোসেন খান, রুপসা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আশরাফুল আলম, মহেন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নাজমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন ।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. ইসরাত জাহান উম্মন জানান, ৫ দিনের এই কর্মসূচি পর্যায়ক্রমে উপজেলার সবগুলো কমিউনিটি ক্লিনিকে পরিচালিত হবে। ক্যাম্পগুলোতে পরীক্ষার পাশাপাশি, রোগীর সমস্যা অনুযায়ী তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে। উদ্বোধন দিনে রোগীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানান তিনি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari