প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ-এই প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন। পরে হাসপাতাল মাঠে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ফিতা কেটে প্রদর্শনী উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ ও কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। সভায় জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন মোল্লা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সাইফ উদ্দিন আহমেদ, কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর হোসেন, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা মমতাজুল হক। অনুষ্ঠানে সফল উদ্যোক্তা নিয়ামুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার পর অতিথিবৃন্দ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ বছর প্রদর্শনীতে ২৬ টি স্টল অংশগ্রহণ করে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari