রাজবাড়ীর গোয়ালন্দে ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র'র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, উপজেলা পরি সংখ্যান কর্মকর্তা দিপ্তী রানী পাল, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাহমিনা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা বেগম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখসহ মুক্তিযোদ্ধাগণ, সুধীসমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari