রাজবাড়ীর গোয়ালন্দে এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার সকালে গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের এফকে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। ওই কলেজের বারান্দা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বৃদ্ধের নাম পরিচয় কিছুই জানা যায়নি। তার বয়স আনুমানিক ৭০ বছর।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর হতে ওই এলাকায় মাদকসেবিদের আড্ডা জমে। চলে গভীর রাত পর্যন্ত। তবে মাদকসেবিদের কেউ এ হত্যাকান্ড ঘটিয়েছে নাকি কোন শত্রুতার শিকার হয়েছেন সে সম্পর্কে তাদের কোন ধারণা নেই।
স্থানীয় যুবক জালাল আহমেদ, সোহাগ প্রামানিক, শাহরিয়ার মৃদুল, তন্ময় আহমেদ সহ কয়েকজন জানান, তারা সকাল সাড়ে ৯ টার দিকে পাশ্ববর্তী সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন ছোট শিশু দৌড়ে এসে তাদেরকে এফকে টেকনিক্যাল কলেজের বারান্দায় বৃদ্ধের লাশ পড়ে থাকার কথা জানায়। আমরা তৎক্ষণাৎ সেখানে গিয়ে লাশের বীভৎস অবস্থা দেখে ভয় পেয়ে যাই। এ সময় কিছু বুঝে উঠতে না পেরে তারা ৯৯৯-এ ফোন দিয়ে ঘটনা জানান। এর কিছুক্ষণ পর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তারা বলেন,প্রায় ১ মাস ধরে এই বৃদ্ধ ওই কলেজের বারান্দায় থাকেন। ওখানেই রাতে ঘুমান। যে যা দেয় তাই খান। তবে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। শারিরীকভাবেও একেবারে দুর্বল ছিলেন। তার মতো একজন বৃদ্ধকে এভাবে নির্মমভাবে কুপিয়ে কে বা কারা কেনইবা হত্যা করবে তা আমাদের বোধগম্য হচ্ছে না।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহ্ মুহাম্মদ শরীফ জানান, মৃত বৃদ্ধের মাথায়, কপালে ও বুকে ধারালো অস্ত্রের ৩ টি গভীর আঘাত রয়েছে। এ রকম একজন বৃদ্ধকে এভাবে হত্যা করা খুবই নির্মমতার কাজ বলে তিনি জানান।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari