রাজবাড়ি'র গোয়ালন্দ উপজেলায় সার্ভেয়ার ও আমিন সমিতির দ্বি- বার্ষিক সাধারণ সভা গত ১৩ এপ্রিল ২০২৪ শনিবার বিকাল ৪ ঘটিকায় স্থানীয় প্রপার হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে। সমিতির নেতা কারী আবুল হোসেনের সভাপতিত্বে এই সভায় গোয়ালন্দ উপজেলার তৃণমূল থেকে প্রায় ৩০ জন সার্ভেয়ার উপস্থিত ছিলেন। সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন শেখে'র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সার্ভেয়ার জালাল উদ্দিন ফকির, সার্ভেয়ার আকবর হোসেন, মোকসেদুল মোমিন, মো. নাসির উদ্দিন, আ. রব বিশ্বাসসহ অন্যান্য সার্ভেয়ারবৃন্দ। সভায় আলোচনা শেষে সকলের প্রস্তাব ও সমর্থনের ভিত্ততে আগামী ২ বছরের জন্য একটি কার্য-নির্বাহী কমিটি গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো. গিয়াস উদ্দিন শেখকে সভাপতি, মো. জালাল উদ্দিন ফকিরকে সাধারণ সম্পাদক, মোকসেদুর মোমিনকে সাংগঠনিক সম্পাদক, মো. আকবর হোসেন কে কোষাধ্যক্ষ, মো. আমজাদ হোসন কে দফতর সম্পদক এবং হাফিজুল ইসলাম কে প্রচার সম্পাদকসহ ২৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari