ঈদ ও নববর্ষ উদযাপনে সবাই যখন ব্যস্ত ঠিক সেই সময়ে নজরুল-লিটন দুই ভাইয়ের পরিবার ফেলছে চোখের পানি। সর্বনাশা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের উপার্জনের একমাত্র সম্বল একটি অটোরিক্সা ও একটি রিক্সা। শনিবার ভোরে ব্যাটারী চালিত রিক্সা দুটিতে চার্জ দেওয়া অবস্থায় বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে। নজরুল ও লিটন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সাহের মন্ডল পাড়ার ইব্রাহিম চোকদারের ছেলে।
সরেজমিন দেখা যায়, আগুনে অটোরিকশা দুইটি পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে তাদের দুইটি ছাগল ও দুইটি টিনের ছাপড়া ঘরও পুরে গেছে। আগুন থেকে অটোরিক্সা ও ছাগল দুটি বাঁচাতে যাওয়ায় ঝলছে গেছে নজরুলের হাত। নজরুল বলেন, আগুনে তার একটি ঘর, দুটি ছাগল, তার নিজের একটি অটোরিক্সা ও তার ছোট ভাইয়ের একটি রিক্সা পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে অটোরিক্সাটি তিনি ঋণ করে ক্রয় করেছিলেন। আগুনে তার উপার্জনের একমাত্র সম্বলটি পুড়ে গেছে। কিন্তু রেখে গেছে ঋণের বোঝা। এখন তিনি কিভাবে লোনের কিস্তি দিবেন, কি খাবেন তার কিছুই জানেন না। তো নিঃস্ব হয়ে গেছেন। পুড়ে যাওয়া দুইটি রিক্সার ৮ টি ব্যাটারী ক্রয় করতে প্রায় এক লক্ষ টাকার প্রয়োজন। সেই সাথে নতুন টায়ারসহ ওয়্যারিং করাতে হবে। যে টাকার সহায়তা পেয়েছি তা দিয়ে টায়ার কিনেছি।
এদিকে খবর পেয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা মুন্সি, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী এবং উজানচর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তাদের আর্থিক সহয়তা প্রদান করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari