সবাই ঈদের আনন্দ উপভোগের জন্য ঘরে ফেরা শুরু করলেও রাজবাড়ীর কালুখালী উপজেলার কিং জুট মিলের ৩ শতাধিক শ্রমিক বেতন ও ঈদ বোনাসের দাবীতে রয়েছে আন্দোলনে। সোমবার দুপুর থেকে মিলের ভিতরে এ আন্দোলন শুরু হয়েছে। শ্রমিকরা জানিয়েছে, মিল মালিক মকলেছুর রহমান তাদের ৩ সপ্তাহের বেতন ও ঈদ বোনাস না দিয়ে পালিয়ে যাওয়ায় তারা এই কর্মসূচি গ্রহণ করেছে।
কালুখালীর হরিনবাড়ীয়া গ্রামের শ্রমিক মালেকা,আদুরী ও মমেনা জানায়, এড. আব্দুর রাজ্জাক খানের কাছ থেকে ৪ মাস আগে কিং জুট মিলের দায়িত্ব বুঝে নেয় মকলেছুর রহমান। তিনি দায়িত্ব পাবার পর থেকে শ্রমিকদের ৭ দিন পর পর বেতন পরিশোধ করতেন। তবে গত ২১ দিন ধরে তিনি শ্রমিকদের বেতন দেন না। ঈদের সময় বোনারসহ এসব টাকা শ্রমিকদের বুঝে দেওয়ার কথা বলে তিনি কাজ করান। সে হিসেবে সোমবার টাকা ও বোনাস দেওয়ার কথা। কিন্তু রাতেই পালিয়ে যান মকলেছুর রহমান।
নিরুপায় হয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যায়। তিনি শ্রমিকদের শান্ত থাকার পরামর্শ দেন। পরে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন। তিনি মিল মালিক মকলেছুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন।
এরই মাঝে শ্রমিকরা বেতন ও বোনাস না পাওয়া পর্যন্ত অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন। শ্রমিকরা বলেন, বেতন ও বোনাস না পেলে ঈদ করতে পারবো না। তাই বাড়ী ফিরবো না।
বিষয়টি জানার জন্য মিল মালিক মকলেছুর রহমানের মুঠো ফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari