রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন যাবৎ পলাতক চার বছরের সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী লিটন খান পিতা বাদশা খান গ্রাম সাত্তার মেম্বার পাড়া থানা-গোয়ালন্দঘাট জেলা রাজবাড়ীকে গ্রেপ্তার করা হয়। বিলের ভিতর লুঙ্গি পরিধান করে সাধারণ মানুষের ছব্দবেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
অপরদিকে জিআর মামলায় ২ বছর সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পরোয়ানা ভুক্ত আসামী মোছাম্মৎ রহিমা খাতুন স্বামী মিজানুর রহমান উত্তর দৌলতদিয়া পোড়াভিটা থানা গোয়ালন্দ জেলা রাজবাড়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari