রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে ইফতার মাহফিল ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৩ টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল গোয়ালন্দের মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লি.। অনুষ্ঠানে উপজেলার ২৯০ জন ইমাম এবং ৪০ জন ইসলামি ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের জন্য ইফতার ও আর্থিক সম্মাননা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী। মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লি. এর পরিচালক মো. সেলিম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) উত্তম কুমার ঘোষ, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, পৌর কাউন্সিলর নাসির উদ্দীন রনি প্রমূখ। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা মুফতি আজম আহম্মাদ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari