রাজবাড়ীর দৌলতদিয়ায় লঞ্চ ঘাটের পন্টুন থেকে পড়ে ফিরোজ শেখ নামে এক পরিবহনকর্মীর মৃত্যু হয়েছে। তাকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। তিনি সেলফি পরিবহনের স্টাফ ছিলেন। শুক্রবার সকাল ৯টার দিকে লঞ্চঘাট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সকাল সোয়া ৭টার দিকে বড়শি দিয়ে মাছ ধরা দেখতে গিয়ে তিনি লঞ্চঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।
দৌলতদিয়া লঞ্চঘাট ম্যানাজার নুরুল আনোয়ার মিলন জানান, কোনো কারণে ওই ব্যক্তি পাটুরিয়া থেকে এ পারে এসেছিলেন। সকাল সোয়া ৭টার দিকে পন্টুনে বড়শি দিয়ে নদী থেকে মাছ ধরছিলেন কয়েকজন। ওই মাছ ধরা দেখতে গিয়ে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সদস্যরা ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তি সেলফি পরিবহনের স্টাফ এবং তিনি মৃগী রোগী ছিলেন বলে জেনেছি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari