র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা ২১৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করেছে। তারা হলো চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শামসুল হকের ছেলে জাহিদ হাসান ও একই জেলার খাজেমউদ্দিনের ছেলে সাহাবুদ্দিন আহমেদ।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন ইছাখাদা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পিকআপের ইঞ্জিন কভারের ভিতর বিশেষ কৌশলে ফেনসিডিল বহনকালে ২১৩ (দুইশত তের) বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে রাজধানী মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করতো। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari