গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাবাকে আত্মহত্যার ভয় দেখিয়ে মোটরসাইকেল কিনে দেওয়ার ৩ সপ্তাহের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শামীম মোল্লা (১৬) নামে এক কিশোরের। তার সাথে থাকা অপর বন্ধু আলামিন সরদার (১৬) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত আলামিন দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড সোহরাব মন্ডল পাড়া'র মো. এরশাদ মোল্লা'র ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শামীম ৩ সপ্তাহ আগে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য পরিবারকে আত্মহত্যার ভয় দেখান। তার বাবা ছেলেকে বাঁচানোর জন্য তিন সপ্তাহ আগে একটি পালসার মোটরসাইকেল কিনে দেয়। তার বাবা বলেন, কে জানতো এই মোটরসাইকেলই হবে তার কাল!
শনিবার দুপুরে বাড়ি থেকে শামীম তার বন্ধু আলামিনকে নিয়ে মোটরসাইকেলে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা হোন। ফরিদপুর থেকে বাড়ি ফেরার পথে গোয়ালন্দ উপজেলার গোধূলি বিনোদন পার্ক এলাকার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় তারা দুইজনই। তাদেরকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে শামীমকে প্রথমে ফরিদপুর এবং পরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ঢাকা মেডিকেলে পৌঁছানোর আগেই পদ্মা তার মৃত্যু হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari