কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউপির বাড়াদী গ্রামে ১৮তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আগামী ৬ মে শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত হবে। মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বাড়াদী গোরস্থান সংলগ্ন মুহাম্মাদ আব্দুল আলীম হুজুরের বাড়ীর প্রাঙ্গনে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাংশার আজিজপুর রশীদিয়া কওমিয়া মাদরাসার নায়েবে মহতামিম মুহাম্মাদ আব্দুল আলীম জানান, তার গ্রামের বাড়ীতে প্রতিবছরের ন্যায় এবারও মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে ঢাকার যাত্রাবাড়ী বায়তুল আকবার জামে মসজিদের খতিব মুফতি সাঈদ আহ্মদ এবং বিশেষ মেহমান হিসেবে রাজবাড়ীর ক্বারী মো. আবু ইউসুফ, ঢাকার মো. মাসুম বিল্লাহ, কুষ্টিয়ার নূর মোহাম্মদ বিন হানিফ ও মুফতি মাহফুজুর রহমান ফয়েজী, রসুলপুরের মুফতি ইফতেখার উদ্দীন, পাংশার হাফেজ মো. আব্দুল্লাহ ও মো. তরিকুল ইসলাম, বাড়াদীর মুফতি আব্দুস সালাম প্রমূখ পবিত্র কোরআন থেকে ধর্মীয় আলোচনা করবেন। সুলতানপুর-বাড়াদী জামে মসজিদের সভাপতি হাজী মো. মন্টু শেখ মাহফিলে সভাপতিত্ব করবেন। দোজাহানের অশেষ সওয়াব হাসিলের জন্য মাহফিলে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari