"অধিকারবঞ্চিত রেলওয়ে পোষ্যদের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য" এই অঙ্গীকারকে সামনে রেখে রাজবাড়ী রেলওয়ে পোষ্য সোসাইটি রাজবাড়ী জেলা শাখার আহ্বানে মানববন্ধন করা হয়েছে।
শনিবার সকাল ১১টার সময় রাজবাড়ী রেলওয়ে ষ্টেশনের সামনে মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে আন্দোলনকারীরা বিভিন্ন দাবী প্রতিষ্ঠার লক্ষ্যে বক্তব্য রাখেন।
দাবীগুলো হলো রাজবাড়ীতে রেলওয়ে জোনাল অফিস স্থাপন করা, রাজবাড়ীতে দ্রুত রেলের বিভাগীয় সদর দপ্তর চালু, গোয়ালন্দ হতে পার্বতীপুরগামী শিলিগুড়ি ট্রেনটি পুনরায় চালু করা, রাজবাড়ী স্টেশনে যাত্রী চলাচলের জন্য দুটি নতুন ফুট ওভারে ব্রীজের নির্মাণ করার জন্য বক্তারা দাবী জানান।
এতে বাংলাদেশ পোষ্য সোসাইটি রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক আশিশ কুমার রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক আরবান আলী, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের প্রফেসর আনিসুল ইসলাম খোকন, রাজবাড়ী জেলা প্রেস ক্লাবের সভাপতি এড.খান মোহাম্মদ জহুরুল, রাজবাড়ী জেলা পোষ্য সোসাইটির সভাপতি কাওসার আহমেদ লাল, রাজবাড়ী জেলা পোষ্য সোসাইটির আইন বিষয়ক সম্পাদক এড.বিপ্লব কুমার রায়, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক জিএস ও রাজবাড়ী জেলা পোষ্য সোসাইটির নেতা নজরুল ইসলাম শিমুল, রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. মান্নান মোল্লা, প্রমূখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari