বাংলা ভাষা চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে বুধবার রাজবাড়ী একাডেমির উদ্যোগে রাজবাড়ীর রাজধরপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলা ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হয়েছে।
রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজধরপুর উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র-ছাত্রী বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ, ছড়া লিখনসহ নানা বিষয়ে চারটি বিভাগে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে চারটি বিভাগের মোট ১২ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তৃতা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হান্নান, প্রধান শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, সহ সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ, যুগ্ম সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অলিউল আযম তৈমুর, সাংগঠনিক সম্পাদক ফারুক উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জিন্নাহ প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari