রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। তারা হলো রেজাউল ঠাকুর, ফারুক মোল্লা, আমিরুল শেখ, ইছহাক মন্ডল ও স্বরজিৎ দত্ত। এদের বাড়ি ফরিদপুর জেলার বিভিন্ন গ্রামে।
বালিয়াকান্দি থানা সূত্র জানায়, গত ১১ সার্চে তারিখে বালিয়াকান্দির বাহিরচর গ্রামের লিটন প্রামানিকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় মামলা হলে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হয়। একই সাথে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। আসামিরা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদের মধ্যে তিনজন স্বীকারোক্তীমূলক জবানবন্দী দিয়েছে আদালতে। ডাকাতির সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari