'যৌন নীপিড়ন ও হয়রানী মুক্ত শিক্ষাঙ্গন চাই' এই প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দীন ইসলামের প্ররোচনায় অবন্তীকার আত্মহত্যার ঘটনায় মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী রাজবাড়ী প্রধান সড়কে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদ রাজবাড়ী শাখার বিভাগীয় সংগঠক লাইলী নাহারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা, এ্যাড. নাজমা সুলতানা, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, ফারজানা মহুয়া, মৌসুমী সাথী।
বক্তারা বলেন, নারী এখনো কোথাও নিরাপদ নয়। উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে গিয়েও তাকে নীপিড়নের শিকার হতে হয়। তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনও ছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ।
বক্তারা আরো বলেন, শিক্ষক যখন নীপিড়ক হয় তখন এই নীপিড়কদের দমনে কঠোর এই করা উচিৎ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari