ছিনতাই ও মারামারির মামলায় পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল শেখসহ দুজনের নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে তারা রাজবাড়ীর ছীফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালতের বিচারক চৌধুরী মো. মাহবুবুর রহমান জামিন নামঞ্জুর করে পাঠানোর নির্দেশ দেন। রেজাউল উপজেলার মৈত্রীডাঙ্গি গ্রামের বাসিন্দা। অপরজন হলেন পাংশা উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা রেজাউল সরদার।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর তারিখে পাংশা শহরের ব্যবসায়ী তাপস কুমার পাল রেজাউল শেখসহ ১০ জনের বিরুদ্ধে ছিনতাই ও হামলার অভিযোগে পাংশা থানায় মামলা করেন। তাপস পালের অভিযোগ, অভিযুক্তরা তাকে বেধরক মারপিট করে তার কাছ থেকে আট লাখ টাকা ছিনতাই করেছে। মামলাটি দায়ের হওয়ার পর রেজাউল শেখ উচ্চ আদালত থেকে জামিন নেন।
বিবাদী পক্ষের আইনজীবী অ্যড. শহিদুজ্জামান জানান, রেজাউল শেখ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ পার হওয়ায় মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari