রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকা থেকে ৮৪ হাজার ৫শ মূল্যমানের জাল টাকা জব্দ করেছে পাংশা হাইওয়ে থানার পুলিশ। এসময় দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুর কোতোয়ালী থানার ফজলুল হকের স্ত্রী মমতাজ বেগম, শিউলি, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাসিন্দা তাছলিমা বেগম ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তেনাপচা গ্রামের জহির উদ্দিন মোল্লার ছেলে আমিন মোল্লা।
পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, গ্রেপ্তার তিনজন চন্দনী ও গান্ধীমারা বাজার থেকে বিভিন্ন দ্রব্য জাল টাকার বিনিময়ে কেনাকাটা করছিলো। ক্রেতাদের সন্দেহ হলে তারা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে ৭৬টি এক হাজার টাকার নোট ও ১৫টি ৫শ টাকার জাল নোট জব্দ করে। এঘটনায় কালুখালী থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari