রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
সভায় বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, স্থানীয় সরকার উপপরিচালক আসাদুজ্জামান রিপন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. ইতেখারুজ্জামান, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়ালসহ সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
পরে একই স্থানে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটি, জেলা ব্র্যান্ডিং সংক্রান্ত কমিটি, জেলা তথ্য অধিকার বাস্তবায়ন সংক্রান্ত কমিটি, জেলা পণ্য বিপণন মনিটরিং কমিটি, এসডিজি বাস্তবায়ন সংক্রান্ত কমিটি, জেলা কর্ণধার কমিটি এবং সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনদের অংশগ্রহণে সভা, জাতীয় শুদ্ধাচার কৌশলের ব্যাপক প্রচার ও জন অবহিতকরণ বিষয়ক মতবিনিময় সভা এবং মাঠ পর্যায়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari