রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় মাটিবাহী ট্রাক চাপায় ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় এলাকাবাসী ট্রাকে আগুন লাগিয়ে দেয়। নিহত আফিয়া আক্তার(৭) দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়ার আয়জল বেপারির মেয়ে। রবিবার বিকেল ৪ টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরি ঘাটের পাশে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটের পাশে দীর্ঘদিন যাবত একটি প্রভাবশালী গ্রুপ অবৈধভাবে মাটি ও বালু খলন করে বিক্রি করছে। এলাকাবাসীর বাধা উপেক্ষা করে জনপ্রতিনিধি ও প্রশাসনকে ম্যানেজ করে মাটি ও বালু বিক্রি করছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. মিলন হোসেন ট্রাক চাপায় নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় বিক্ষিপ্ত জনতা ঘাতক ট্রাক জ্বালিয়ে দেয়। জ্বালিয়ে দেয়া ট্রাকের আগুন নিভানো হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari