রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড তাহের কাজী পাড়া'র মৃত মালেক খানের ছেলে মো. আকিজ (২০) ও হোসেন মন্ডল পাড়া'র মৃত হযরত আলী সরদারের ছেলে মো. আফজাল (৪০)।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত ভোর রাত ৫ টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে উপজেলাধীন দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর ভিতরে হাসেম ফকিরের বাড়ির সামনের গলি পথের উপর হতে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে দুপুরেই রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari