'লঙ্ঘিত হলে ভোক্তা-অধিকার, অভিযোগ করলেই পাবেন প্রতিকার' এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাজারের পণ্য ক্রয়ের ক্ষেত্রে সবাইকে সতর্ক হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। যেমন- সয়াবিন তেল সহ বিভিন্ন নিত্য পণ্যের দাম সরকারিভাবে কমানো হলেও বাজারে পণ্যের দাম আগের মতোই রয়েছে। সরকার নির্ধারিত মূল্যে নিত্য পণ্য ক্রয়ের জন্য নানাভাবে সতর্ক ও পরামর্শ প্রদান করেছেন এবং কোন পণ্যে কম দেওয়া বা অন্য কোন উপায়ে ঠকবাজি করলে তাদেরকে ধরিয়ে দেওয়ারও পরামর্শ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র'র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ বিআরডিবি'র চেয়ারম্যান মো. হামিদুর হক বাবলু, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি মো. আবুল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামীম শেখ, জহুরুল ইসলাম হালিম, মো. সিরাজুল ইসলাম, মঈনুল হক মৃধা, আমাদের রাজবাড়ী পত্রিকার প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় ব্যাক্তিবর্গ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari